দৈনিক খুলনা
The news is by your side.

মহেশ্বরপাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়নের দখলদারিত্ব নিয়ে দুই পক্ষের শ্রমিকদের বিক্ষোভ

39

মহেশ্বরপাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়নে বহিরাগতদের দখলদারিত্ব নিয়ে গতকাল সকালে শ্রমিকদের দুই পক্ষ বিক্ষোভ কর্মসূচি পালন করে । সকাল ১০ টায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে মহেশ্বরপাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. আরিফ হোসেন বলেন, গত বৃহস্পতিবার থেকে শুনছি কিছু নবাগত সদস্যরা যারা পূর্ণাঙ্গ সদস্য এখন পর্যন্ত হয় নাই। তারা ইউনিয়নে নেতৃত্ব দেয়ার জন্য জেডিএল থেকে এডহক কমিটির নিয়ে এসে কাজ পরিচালনা করতে এসেছে।মহেশ্বরপাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়নে সাধারণ শ্রমিকেরা বলেন আমাদের নেতা হবে নির্বাচনী প্রক্রিয়ায়।তিনি আরো বলেন, শ্রম অধিদপ্তরের নীতি অনুযায়ী নির্বাচন দেয়া হবে। রমজান শেষে ঈদের পরে সাধারণ সভায় নির্বাচনের সময় সূচি নির্ধারণ হবে।এ সময় উপ¯ি’ত ছিলেন মহেশ্বরপাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. আরিফ হোসেন, সাধারণ সম্পাদক মো. সেলিম কাজী, সহ সাধারণ সম্পাদক আবু জাফর, মো. মজিদ খা, মো. সাদেক, মো. মালেক, এ সময় আরো উপ¯ি’ত ছিলেন সরদার মোতালেব, সালাম, ফিরোজ, হাছান।অন্যদিকে মহেশ্বরপাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়নের এডহক কমিটির আহবায়ক মাসুদ কবির বলেন, এখানে কেউ বহিরাগত নয়। নির্বাচন না দিয়ে দখলদারিত্ব অভিযোগ তুলেছে অন্য পক্ষের শ্রমিক নেতারা।ইউনিয়নের ২৮৫ নং সদস্য সরদার শফিকুল আমিন (লাবলু) বলেন, মহেশ্বরপাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়ন সাধারণ সদস্য শ্রমিকদের উপ¯ি’তিতে ১৫ মার্চ বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ৫ সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি এবং ০৩ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।মানিকতলা মহেশ্বরপাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়নে একটি পরিচিতি সভা করতে গেলে। ঐ পক্ষের শ্রমিকেরা বিক্ষোভ জানান। মানিকতলা মহেশ্বরপাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়নের এডহক কমিটিতে আহবায়ক আল মামুন, যুগ্ম আহবায়ক মাসুদ কবির, সদস্য সরদার শফিকুল আমিন (লাবলু), সদস্য মো. শফিকুল ইসলাম (বাবলু), সদস্য মো. সোহাগ খাঁন।
০৩ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটিতে চেয়ারম্যান সাবেক সভাপতি কাজী নেহিবুল হাসান (নেহিম), সদস্য সচিব ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি আলহাজ্ব মোঃ বেলায়েত হোসেন, ১নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সৈয়দ মাঈনুল ইসলাম।

Leave A Reply

Your email address will not be published.