মনিরামপুর উপজেলার বিত্তবান ধন্যাট্য পরিবারের পরিবারে এক মাত্র মেয়ে প্রতিবন্ধী লিতুন জিরা মুখ দিয়ে লিখে এস এস সি পরীক্ষা অংশগ্রহণ করছে।মুখ দিয়ে লিখেই অনেক আগে থেকে ভাইরাল হয়েছে হাবিবুর রহমানের একামাত্র কন্যা লিতুন জিরা। মুখ দিয়ে লিখে কখনো ক্লাসে প্রথম স্হান আবার কখনো স্কুলের সেরা শিক্ষার্থী হিসাবে নিজেকে স্হান করে নিয়েছেন।লিতুন জিরা মেধাবী হওয়ায় তার বাবা মেয়েকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে প্রচার করেছেন।
যার কারনে বিভিন্ন জায়গা থেকে তিনি ব্যাপক হারে মোটা অংকের আর্থিক সহযোগিতা পেয়েছেন।জন্ম থেকেই চার হাত পা না থাকা লিতুনজিরা মুখের সাহায্যে কলম দিয়ে লিখে মেধার স্বাক্ষর রেখেছে।এবার যশোর শিক্ষা বোর্ডের অধীন মনিরামপুর উপজেলার গোপালপুর স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান থেকে অংশ নিয়ে নেহালপুর স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিচ্ছে। প্রাথমিক সমাপনী(পিইসি) পরীক্ষা ও জে়এসসিতে জিপিএ-৫.০০ পেয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলো লিতুন জিরা।যশোরের মনিরামপুর উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের ২০০৮ সালের ২৫ জুন জন্ম গ্রহন করে লিতুন জিরা।
চার হাত পা বিহীন অবস্থায় জন্ম হয় তার। শিশু থেকেই নানাভাবে সকলের মন জয় করা শুরু করে সে। লিতুনজিরা জানায়, তার পরীক্ষা ভালো হয়েছে। ভবিষ্যতে সে একজন চিকিৎসক হতে ইচ্ছা পোষন করেন।এই প্রতিবেদক লিতুন জিরার ভবিষ্যত যেনো উজ্জল হয় সে কামনা করেন।