যশোরের মনিরামপুর অবৈধ মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিপানা ও মাটি কাটার মেশিন জব্দ করা হয়। গত শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার ঝাপা এলাকায় অবৈধ বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ঝাঁপা ইউনিয়নের ঝাপা বাওড় সংলগ্ন এলাকায় মৎস্য ঘের কাটার অপরাধে বালু ব্যবসায়ী মিজানুর রহমান রশিদকে ৫০ হাজার টাকা অর্থ দন্ড ও মাটি কাটা ম্যাশিন এস্কোভেটর জব্দ করেছেন।
ভ্রম্যমান আদালত পরিচালনা করেন মনিরামপুর উপজেলা সহ: কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম। এ সময় উপস্থিত ছিলেন মনিরামপুর থানা পুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত থেকে সকলকে অপরিকল্পিতভাবে কৃষি জমি যাতে নষ্ট না হয় সেজন্য এ সকল কাজ থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানান।