দৈনিক খুলনা
The news is by your side.

মনিরামপুরের নেহালপুরে জোরকরে বোরোধান কেটে নেওয়ার অভিযোগ

46

জি এম টিপু সুলতান মনিরামপুর ;- মনিরামপুরের নেহালপুরে জোরকরে বোরোধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে নেহালপুরের পশ্চিমপাড়া দফাদারপাড়া ও দাসপাড়ার মাঝখানে। খোঁজ নিয়ে জানা যায় কুলটিয়া ইউনিয়নের গাবরডাঙ্গা গ্রামের মৃত অজিৎ চন্দ্র ঘোষের পুত্র প্রভাষ ঘোষ ও ছেলে গত শুক্র ও শনিবার দুইদিনে লেবারের মাধ্যমে সকলজমির বোরোধান কেটে নিতে সক্ষম হয়।

বাদী তোহিদুল ইসলাম ও শফিকুল বলেন আমরা গত ৫/৫/২৫ ইং তারিখে বিজ্ঞ আদালতে ১৪৪ ধারা মামলা করি কিন্তু সে মামলার শুনানীর পূর্বে মামলাবাজ প্রভাষ ঘোষ ৭/৭/২৫ ইং তারিখে মামলা খারিজের রায় দেখিয়ে ৫.৮৫ একর জমির ধান কেটে নেয়।
প্রকাশ থাকে যে আদালতে যে মামলা হয় তার নং ৪৯৪/২৫ কিন্তু প্রভাষ ঘোষ রায় দেখায় ৫৯৪/২৫। এ বিষয়ে নেহালপুর ক্যাম্প ইনচার্য মিলন হোসেন বলেন ৪৯৪/২৫ এর জায়গায় ৫৯৪/২৫ হয়েছে এটা আদালতের ভুল। এবং বাদী পক্ষকে আমি কোনো ভয়ভীতি দেখাইনি।

অভিযোগকারী শফিকুল ইসলাম বলেন সি এস রেকর্ডিয় মালিক কাদম্বিনী দেবীর ওয়ারেশ কালিদাসী দেব্য ওলি হইয়া গাবরডাঙ্গা গ্রামের অনন্ত কুমার ঘোষকে ৫.৮৩ একর জমি ২৬-০২-১৯৪০ ইং সনে ৫৩৩ নং দলিল মুলে বিক্রয় করিয়া দেন এবং পুনরায় ২৭-০২-১৯৪০ ইং সনে দুর্গাচরন ঘোষের পুত্র অজিত চন্দ্র ঘোষের নিকট ৫৪০ নং দলিলমুলে ৫.৮৩ একর জমি বিক্রয় করেন।পরবর্তীতে অনন্ত কুমার ঘোষের মৃত্যুর পর তার স্ত্রী কালীদাসি ঘোষ পুরো সম্পত্তির মালিক হন তিনি ১৯৪৪ ইং সনে জোগেন্দ্র নাথ ঘোষের নিকট উক্ত জমি বিক্রয় করেন এবং তিনি ১৯৪৮ ইং সনে জোবান দফাদারের নিকট পুরা সম্পত্তি বিক্রয় করিয়া দেন সে থেকে জোবান দফাদার পুরা সম্পত্তি ভোগদখল করে আসছেন। জোবান দফাদার ও মানিক দফাদার ভাই ভাই সেজন্য এক অন্নভুক্ত হওয়ার কারনে ২৪১ নং নেহালপুর মৌজায় এস এ ১৮১৭ খতিয়ানে ৮ আনা অংশে মালিক হন।

কিন্তু পুর্বের মালিক কালিদাসি ঘোষের নিকট থেকে ২৭-০২-১৯৪০ ইং সনে ৫৪০ নং দলিল করে নেন দুর্গাচরন ঘোষের পুত্র অজিত চন্দ্র ঘোষ। কিন্তু তিনি বা তার ওয়ারেশ জমির ভোগ দখলে আসেন না।পরবর্তীতে অজিত ঘোষের পুত্র প্রভাষ ঘোষ বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন যার নং ১০৫/২০০০। কিন্তু বিবাদিগন ২০০২ সনে উক্ত রাযের বিপক্ষে সানি মামলা করেন সে মামলার ২০/১০ সনে সানি মামলা রদ রহিত রায় হয়। পুনরায় প্রভাষ ঘোষ আবার আপিল মামলা করেন এবং রহিত হওয়া রায় গোপন করে পুনরায় রায় প্রাপ্ত হয়ে ২০১২ সন হইতে জবর দখল করে জমি ভোগ দখল করে আসছে।মালার বাদী শফিকুল ইসলাম জানান উক্ত প্রভাষ ঘোষ একজন মামলাবাজ নামে এলাকায় পরিচিত।

Leave A Reply

Your email address will not be published.