দৈনিক খুলনা
The news is by your side.

মধ্যরাতের শুনানিতে আসামিদের রিমান্ড মঞ্জুর

মাগুরায় শিশু ধর্ষণ

94

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তের ৭ দিন ও বাকি তিন আসামির ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (৯ মার্চ) গভীর রাতে মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মতিন এই আদেশ দেন।

শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আসামিরা আগে থেকেই পুলিশ হেফাজতে ছিলেন, পরে মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

রবিবার দিনভর মাগুরায় অভিযুক্তদের ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ চলে। আদালতের মূল ফটক অবরোধ করে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে তারা ভায়না মোড় মহাসড়ক অবরোধ করেন এবং সন্ধ্যায় মশাল মিছিল বের করেন।

নিরাপত্তাজনিত কারণে আসামিদের আদালতে হাজির না করে রাত ১২টার পর রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। তদন্ত কর্মকর্তা আসামিদের ৭ দিন করে রিমান্ড চাইলেও আদালত মূল অভিযুক্তকে ৭ দিন ও অন্য তিনজনকে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

শুনানিতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আদালত আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন এবং রিমান্ড না দেওয়ার আবেদন জানান।

তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ভুক্তভোগী শিশুটি এখনো অচেতন থাকায় তার জবানবন্দি নেওয়া সম্ভব হয়নি। তাই আসামিদের জিজ্ঞাসাবাদ করা তদন্তের জন্য জরুরি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, “দিনভর আন্দোলনকারীরা আদালতের ফটক ঘিরে রেখেছিলেন। আসামিদের তুলে দেওয়ার দাবি জানাচ্ছিলেন। তাই বিচারব্যবস্থার নিরাপত্তার কথা বিবেচনা করে রাতে শুনানি হয়েছে।”

শিশুটি বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয় বলে পরিবারের অভিযোগ।

 

Leave A Reply

Your email address will not be published.