দৈনিক খুলনা
The news is by your side.

*মদ–জুয়া–হিরোইন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ইমামদের ভূমিকা, অত্যন্ত গুরুত্বপূর্ণ__সরকারি পুলিশ সুপার নুরুল্লাহ

58

পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে গতকাল সকাল ১০ টায় থানা ইমাম–মুয়াজ্জিন–উলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মদ, জুয়া, হিরোইন, অনলাইন জুয়া ও দুর্নীতি নির্মূলে সমাজকে সচেতন করার লক্ষ্যে পাটকেলঘাটায় ইমাম, মুয়াজ্জিন ও উলামা সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি পাটকেলঘাটা থানা শাখার সভাপতি মাওলানা রেজাউল করীমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার সহকারী (পাটকেলঘাটা _তালা) পুলিশ সুপার মোঃ নুরউল্লাহ। প্রধান অতিথির বক্তৃতায় সহকারে পুলিশ সুপার মোঃ নুরুল্লাহ বলেছেন সমাজ থেকে দুর্নীতি রুখে দিতে মাদকাসক্ত এবং সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিহত করতে হবে।স্তস্ত একই সাথে তিনি বলেছেন সুস্থ সমাজ গঠনে মসজিদের ইমাম দের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি আরো বলেন ইমামরা সমাজের নেতা।

সরুলিয়া ইউনিয়ন ইমাম সমিতির সভাপতি মাওলানা আলমগীর হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক,ইমাম সমিতির জেলা সভাপতি মাওলানা আব্দুর রশিদ,সহ-সভাপতি মাওলানা জিয়াউল ইসলাম,জেলা সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর হোসেন,জাতীয় ইমাম সমিতির জেলা অর্থ সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম বেলালী,উলামা বিভাগের তালা উপজেলা সভাপতি মাওলানা কবিরুল ইসলাম,জেলা ফোরকানিয়া মক্তব বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শাহাদাত হোসাইন,মাওলানা জিএম কাউসার আলী ও মাওলানা রেজাউল করিম।

 

সভায় অবহেলিত ইমাম–মুয়াজ্জিনদের ন্যায্য দাবি–দাওয়া নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

Leave A Reply

Your email address will not be published.