দৈনিক খুলনা
The news is by your side.

মঞ্চ প্রস্তুত, তিনটায় সমাবেশ

36

খুলনার সার্কিট হাউজ মাঠে বিকাল তিনটায় শুরু হবে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজন করেছে। খুলনা ও বরিশাল বিভাগের তরুণ নেতাকর্মীরা সমাবেশ কর্মসূচিতে অংশ নেবেন।

সমাবেশ স্থলে গিয়ে দেখা গেছে, তীব্র তাপদাহের কারণে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা নেতাকর্মীরা আশপাশের গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছেন।

সমাবেশের মঞ্চ নির্মাণের কাজ শেষ হয়েছে। সমাবেশের জন্য ৬০ ফুট প্রশস্ত ও ৩০ ফুট দৈর্ঘ্যের মঞ্চ তৈরি করা হয়েছে। সমাবেশস্থলের আশপাশে ১৫০টি মাইক, ৪ সেটআপ লাইনারি ও ৩০ পেয়ার সাউন্ড স্থাপন করা হয়েছে। মাঠে মেডিকেল ক্যাম্প ও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হয়েছে।

কেন্দ্র ঘোষিত আজকের সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সমাবেশের বক্তব্য রাখবেন।

Leave A Reply

Your email address will not be published.