দৈনিক খুলনা
The news is by your side.

ভেনেজুয়েলায় সরাসরি সামরিক হামলার পরিকল্পনা করছেন ট্রাম্প

42

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যারিবিয়ান অঞ্চলে ছোট নৌকায় হামলার পর এবার সরাসরি ভেনেজুয়েলায় হামলা চালানোর পরিকল্পনা করছেন। তবে এ বিষয়ে তিনি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

শনিবার (২৫ অক্টোবর) তিনটি সামরিক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য জানিয়েছে। মার্কিন প্রশাসন সম্প্রতি ভেনেজুয়েলার কোকেইন অবকাঠামো এবং মাদক চোরাচালানের রুট লক্ষ্য করে হামলার প্রস্তুতি শুরু করেছে।

ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ ইউরোপ থেকে ক্যারিবিয়ান অঞ্চলে নৌবাহিনীর আধুনিক রণতরী ‘ফোর্ট’ পাঠানোর নির্দেশ দিয়েছেন। একই সময় যুক্তরাষ্ট্র সামরিক শক্তি বৃদ্ধি করছে এবং গোয়েন্দা সংস্থা সিআইকে ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর অনুমতি দিয়েছে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, ভেনেজুয়েলা ব্যাপকভাবে মাদক উৎপাদন করে এবং তা দেশটিতে পাঠায়। এই ‘স্রোত’ বন্ধ করতে নৌকায় হামলা চালানো হয়। যদিও অভিযোগ রয়েছে, সাধারণ জেলেদের নৌকাও লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

সামরিক উদ্যোগের আগে কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানের সম্ভাবনা পুরোপুরি বাতিল করে দেয়নি যুক্তরাষ্ট্র। তবে নিকোলাস মাদুরোর সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ কয়েক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে।

সিএনএন জানিয়েছে, ভেনেজুয়েলায় ব্যাপক কোকেইন উৎপাদনের কোনো নিশ্চয় তথ্য পাওয়া যায়নি, তবু ট্রাম্প সরকার মাদুরো সরকারের ওপর দায় চাপানোর চেষ্টা চালাচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.