দৈনিক খুলনা
The news is by your side.

ভারত-পাক উত্তেজনার ভারতীয় শেয়ারবাজারে বড় পতন

10

সপ্তাহের শেষ লেনদেন দিনে আজ শুক্রবার ভারতীয় শেয়ারবাজারে বড়সড় পতন দেখা গেছে। ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক অনিশ্চয়তা ও নেতিবাচক মনোভাব কাজ করেছে, যার প্রভাব পড়েছে সূচকে।

বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স আজ ৮৮৬ পয়েন্ট বা ১.১০ শতাংশ পড়ে ৭৯,৪৫৪ পয়েন্টে বন্ধ হয়। একইভাবে নিফটি ৫০ সূচকও ২৬৫ পয়েন্ট পড়ে ২৪,০০৮ পয়েন্টে এসে থামে।

নিফটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত স্টকের মধ্যে ছিল—আইসিআইসিআই ব্যাঙ্ক, পাওয়ারগ্রিড কর্পোরেশন, আল্ট্রাটেক সিমেন্ট, শ্রীরাম ফিনান্স ও গ্রাসিম ইন্ডাস্ট্রিজ। তবে টাইটান, টাটা মোটরস, এলঅ্যান্ডটি, ভারত ইলেকট্রনিক্স ও হিরো মোটোকর্পের মতো কিছু শেয়ার আজ ঊর্ধ্বমুখী ছিল।

মিডক্যাপ সূচক ০.২ শতাংশ ও স্মলক্যাপ সূচক ০.৫ শতাংশ নিচে নেমেছে।

সেক্টরভিত্তিক পারফরম্যান্সে সবচেয়ে খারাপ অবস্থায় ছিল রিয়েল এস্টেট—নিফটি রিয়েলটি সূচক আজ ২.৫ শতাংশ পড়েছে। প্রাইভেট ব্যাংকিং সেক্টরে ১.৩ শতাংশ পতন দেখা গেছে।

অন্যদিকে মিডিয়া, কনজিউমার ডিউরেবলস এবং পাবলিক সেক্টর ব্যাংক সেক্টরে ০.৮ থেকে ১.৬ শতাংশ পর্যন্ত উত্থান দেখা গেছে।

বিশ্লেষকরা বলছেন, ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা সংঘাতের আশঙ্কা, ভারত-মার্কিন বাণিজ্য আলোচনায় অগ্রগতির অভাব, অপরিশোধিত তেলের দামের পতন, রুপির দরপতন এবং বৈশ্বিক বাজারে দুর্বল সেন্টিমেন্ট—সব মিলিয়ে বিনিয়োগকারীদের আস্থা দুর্বল হয়ে পড়েছে।

বাজারে সাময়িক স্থিতিশীলতা ফিরতে আরও সময় লাগতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

Leave A Reply

Your email address will not be published.