ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক আকাশপথে। নিরাপত্তা বিবেচনায় বিশ্বের বেশ কয়েকটি এয়ারলাইন্স তাদের ফ্লাইটের রুট পরিবর্তন করেছে। এর ফলে ঢাকাগামী তিনটি আন্তর্জাতিক ফ্লাইটও ভিন্ন পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।
বিবিসির খবরে বলা হয়েছে, তাইওয়ানের ইভা এয়ার ইউরোপগামী ও ইউরোপফেরত ফ্লাইটগুলোর নতুন রুট নির্ধারণ করছে, যাতে ভারত-পাকিস্তান আকাশপথ এড়িয়ে চলা যায়। দক্ষিণ কোরিয়ার কোরিয়ান এয়ার জানায়, তাদের সিওল-দুবাই ফ্লাইট এখন পাকিস্তান বাদ দিয়ে মিয়ানমার, বাংলাদেশ ও ভারতের ওপর দিয়ে চলবে।
থাই এয়ারওয়েজ ইউরোপ ও দক্ষিণ এশিয়াগামী রুট পরিবর্তন করেছে। এর ফলে কিছু ফ্লাইটে দেরি হওয়ার আশঙ্কা রয়েছে। ভিয়েতনাম এয়ারলাইন্স রিরাউটিংয়ের বিস্তারিত সময়সূচি পরে জানাবে বলেছে।
তাইওয়ানের চায়না এয়ারলাইন্স জানায়, তারা যাত্রী ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিতে জরুরি পরিকল্পনা করছে। এদিকে কাতার এয়ারওয়েজ আগামী ৪৮ ঘণ্টার জন্য পাকিস্তানে ফ্লাইট স্থগিত করেছে। ঢাকার শাহজালাল বিমানবন্দরের সূত্র জানায়, আজ সকালে গন্তব্য পরিবর্তন করে নিরাপদ রুটে ঢাকায় পৌঁছেছে তার্কিশ এয়ারলাইন্স, জাজিরা এয়ারওয়েজ ও কুয়েত এয়ারওয়েজের ফ্লাইট।
বিশেষজ্ঞরা বলছেন, দুই পারমাণবিক শক্তিধর দেশের এমন উত্তেজনা শুধু স্থল ও সীমান্তে নয়, আকাশেও বৈশ্বিক নিরাপত্তা ও বাণিজ্যে বড় প্রভাব ফেলতে শুরু করেছে।