দৈনিক খুলনা
The news is by your side.

ভারতীয় ১৪ জেলে আটক

বঙ্গোপসাগরের সমুদ্র সিমায় মাছ ধরার অভিযোগে ভারতীয় ফিসিং ট্রলারসহ নৌবাহিনীর হাতে ১৪ জেলে আটক

34

মোংলা প্রতিনিধি :বঙ্গোপসাগরের সমুদ্রে বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে একটি ভারতীয় ফিসিং ট্রলারসহ ১৪ জেলেকে আটক করেছে মোংলা নৌবাহিনী। মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে শনিবার (২ আগষ্ট) রাতে অভিযান চালিয়ে এ ট্রলাসহ জেলেদের আটক করে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা বিষখালী।

সমুদ্র থেকে আটক “এফ,বি পারমিতা” নামক ওই ফিসিং ট্রলারটি নিয়ে নৌবাহিনীর একটি জাহাজ রবিবার (৩ আগষ্ট) বিকেল ৪টায় মোংলার দিগরাজে নৌ ঘাঁটিতে নিয়ে এসেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাংলাদেশের সিমানায় এস মাছ ধরেছে বলে স্বিকার করেছে।

ভারতীয় ট্রলারটিতে থাকা ইলিশসহ বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করা হবে। এছাড়া ওই ট্রলারসহ জেলেদেরকে রাতে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হবে। আর এ সকল জেলেদের বাড়ী ভারতের দক্ষিণচব্বিশ পরগোনা জেলার কাকদিপের বিভিন্ন এলাকায় বলে এসব তথ্য নিশ্চিত করেছেন মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, সমুদ্রসীমা লঙ্গন আইন করে বেআইনিভাবে এদেশের জলসীমায় মাছ শিকারের দায়ে আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে। এরপর সোমবার সকালে এসকল জেলেদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

উল্লেখ্য, এর আগে গত ১৪ জুলাই একই এলাকা থেকে এফ,বি ঝড় ও এফ,বি মঙ্গল চন্ডি নামক দুইটি ভারতীয় ট্রলারসহ ৩৪ জেলেকে আটক করেছিল নৌবাহিনী।

 

 

Leave A Reply

Your email address will not be published.