দৈনিক খুলনা
The news is by your side.

ব্রাজিলের কোচ হলেন আনচেলত্তি

6

দিনের শুরুতেই রিয়াল মাদ্রিদের নতুন কোচের নাম ঘোষিত হয়েছে। লস ব্লাঙ্কোদের দায়িত্ব নিচ্ছেন জাবি আলোনসো। চাকরি হারানো কার্লো আনচেলত্তিরও বসে থাকতে হলো না। রিয়ালের সঙ্গে মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন ঠিকানা পেয়ে গেলেন ইতালিয়ান ম্যানেজার। ব্রাজিলের কোচ হচ্ছেন আনচেলত্তি।

আনচেলত্তিকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, আগামী ২৬ মে আনুষ্ঠানিকভাবে ব্রাজিল দলের প্রধান কোচের দায়িত্ব নেবেন ৬৫ বছর বয়সী এই কোচ।

দুই দফায় রিয়াল মাদ্রিদে দায়িত্ব পালন করে ক্লাবটির ইতিহাসের অন্যতম সফল কোচে পরিণত হয়েছেন আনচেলত্তি। সবমিলিয়ে রিয়ালের কোচ হিসেবে ১৫টি শিরোপা জিতেছেন তিনি। গত মৌসুমেই রিয়ালকে লা লিগা ও চ্যাম্পিয়নস লীগের জোড়া শিরোপা এনে দেন এই অভিজ্ঞ কোচ।

তবে চলতি মৌসুমে ব্যর্থ আনচেলত্তির রিয়াল। শিরোপাহীন মৌসুম কাটানো লস ব্লাঙ্কোরা সবশেষ পেছনে পড়েছে লা লিগা শিরোপার দৌড়েও। গতকাল এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে হারের পর রিয়াল লীগ টেবিলে সাত পয়েন্ট পিছিয়ে পড়ে। ৪ বছর পর এবারই প্রথম ট্রফিশূন্য মৌসুম কাটাতে পারে রিয়াল।

সিবিএফের আনুষ্ঠানিক বিবৃতিতে আনচেলত্তিকে ‘কিংবদন্তি’ হিসেবে আখ্যায়িত করেছে এবং একজন বিদেশিকে ব্রাজিল দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়াকে একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলেছে। সিবিএফের বিবৃতিতে বলা হয়, ‘এই ঐতিহাসিক মুহূর্তে একত্রিত হয়েছে দুই কিংবদন্তি — একদিকে পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল, অন্যদিকে ইউরোপের সেরা প্রতিযোগিতাগুলোতে সবচেয়ে সফল কোচদের একজন আনচেলত্তি।’

সিবিএফের বিবৃতিতে বলা হয়, ‘আমরা মিস্টার আনচেলত্তিকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি এবং তার অধীনে একটি নতুন সাফল্যময় যুগের অপেক্ষায় রয়েছি।’

মাত্র চতুর্থ বিদেশি কোচ হিসেবে ব্রাজিল ফুটবল জাতীয় দলের দায়িত্ব নিচ্ছেন কার্লো আনচেলত্তি। নিজেদের ফুটবল ইতিহাসে মাত্র তিনবার বিদেশি কোচের অধীনে খেলেছে ব্রাজিল। ১৯২৫ সালে চার ম্যাচে দলটির কোচ ছিলেন উরুগুইয়ান র‌্যামন প্লাতেরো। ১৯৪০ সালের দিকে দু’টি প্রীতি ম্যাচে ব্রাজিলের ডাগআউট সামলেছিলেন পর্তুগালের জোরেকা। আর সবশেষ ১৯৬৫ সালে আর্জেন্টাইন কোচ ফিলপো নুনিয়েজের অধীনে একটি প্রদর্শনী ম্যাচ খেলেছিল ব্রাজিল।

Leave A Reply

Your email address will not be published.