দৈনিক খুলনা
The news is by your side.

বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগের দাবিতে মোরেলগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ

51

মোরেলগঞ্জ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে কিন্ডারগার্টেন স্কুলের ৫ম শ্রেনীর ছাত্র-ছাত্রীরা সরকারি বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষকগণ অংশ গ্রহন করেন। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বাগেরহাট জেলা আঞ্চলিক শাখা এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে বক্তৃতা করেন দি লাইসিয়াম একাডেমীর শিক্ষক সালমা আক্তার, দেবকুমার, জুনিয়র কিংস একাডেমীর শিক্ষক উত্তম কুমার, মোরেলগঞ্জ মডেল একাডেমীর শিক্ষক নাহিদ ইসলাম, মিয়া ফুয়াদ একাডেমীর শিক্ষক আব্দুল্লাহ আল মামুন ও আব্দুল্লাহ আল খালিদ।

মানববন্ধন শেষে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সরকারের সকল নিয়মকানুন কিন্ডারগার্টেন স্কুলগুলে মেনে চলে। সরকারও এসব প্রতিষ্ঠানে বিনামূল্যে বই সরবরাহ করে থাকে। সরকারি প্রশ্নপত্র নিয়েই শিক্ষার্থীরা পরীক্ষা দেয়। বিগত বছরগুলোতে বৃত্তি পরীক্ষায়ও অংশ গ্রহন করেছে কিন্ডারগার্টেন স্কুল থেকে। সম্প্রতি বৈষম্যমূলক একটি আদেশ জারি করে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদেরকে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন থেকে বঞ্চিত করার ঘোষণা দেওয়া হয়েছে। এটা কোনভাবেই গ্রহনযোগ্য হতে পারেনা।

বক্তারা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগষ্ট সকল বৈষম্যের অবসান হয়েছে। আবার কেন সেই বৈষম্যমূলক ঘোষণা। শিক্ষক শিক্ষার্থীরা সরকারের এমন সিদ্ধান্তের দ্রæত পরিবর্তন করে মেধাবীদের বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ সৃষ্টি ও মেধা বিকাশের সুযোগ বন্ধ না করার দাবি জানান।

Leave A Reply

Your email address will not be published.