দৈনিক খুলনা
The news is by your side.

বিশ্ববিদ্যালয় পড়–য়া মেয়েকে হুমকি-ধামকি চিতলমারীতে সম্পত্তি রক্ষার্থে বৃদ্ধ-বৃদ্ধার সংবাদ সম্মেলন

20

বাগেরহাটের চিতলমারীতে সম্পত্তি রক্ষার্থে প্রফুল্ল মন্ডল (৮০) নামে এক বৃদ্ধ ও তাঁর স্ত্রী রস মন্ডল (৭০) সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে বৃদ্ধ মা-বাবা তাঁদের বিশ্ববিদ্যালয় পড়–য়া মেয়েকে হুমকি-ধামকি দেওয়ার কথাও উল্লেখ করেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল ৪ টায় চিতলমারী উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন হয়। এ সময় প্রফুল্ল মন্ডল তাঁর মামলাবাজ ভাইপো ব্রজেন মন্ডলের বিচারের দাবী তোলেন।

কান্নাজড়িতকণ্ঠে লিখিত বক্তব্য পাঠ করে প্রফুল্ল মন্ডল বলেন, ‘আমার বাবা জ্ঞানদা মন্ডল আমাদের তিন ভাইকে রেখে (শুকলাল মন্ডল, রবীন মন্ডল ও প্রফুল্ল মন্ডল) মারা যান। মৃত্যুকালে বাবা ৪ একর ৬০ জমি রেখে যান।

বাবার মৃত্যুর পর আমরা প্রত্যেক ভাই ১ একর ৫৩ শতক করে জমি পাই। বড় ভাই শুকলাল মন্ডল এক ছেলে ও দুই মেয়ে রেখে মারা যান। মৃত্যুর পর আইন অনুযায়ী তাঁর ছেলে ব্রজেন মন্ডল বড় ভাইয়ের রেখে যাওয়া সম্পত্তির মালিক হন। মেঝে ভাই রবীন মন্ডল ৪ মেয়ে রেখে মারা যান। রেখে যাওয়া ৪ মেয়ের কোন ছেলে সন্তান না থাকায় হিন্দুধর্ম আইন অনুযায়ী ভাই রবীন মন্ডলের রেখে যাওয়া সম্পত্তির মালিকানা মামলা পরিচালনা করে আমি পাই। আমরা উভয়ে শান্তি পূর্ণভাবে জায়গা জমি ভোগ দখলসহ বসবাস করে আসছিলাম।

কিন্তু হঠাৎ আমার মামলাবাজ ভাইপো ব্রজেন মন্ডল দাগে দাগে না গিয়ে তার অংশের জমি এক জায়গা থেকে দাবি করে। এ নিয়ে সে আদালতে মামলা করে। দীর্ঘ ৩০ বছর ধরে চলা ৫টি মামলার রায়ে সে ঠকেছে। বিজ্ঞ আদালত সব মামলায় আমার পক্ষে রায় দিয়েছেন। তাঁর করা মামলায় সে বারবার ঠকে গেলেও এখন জোরপূর্বক এক জায়গা থেকে ১ একর ৫৩ শতক জমি দখল করে রেখেছে। ওই জায়গা মধ্যে আমার ১ একর জায়গা রয়েছে। সে কোন সালিশ বিচার মানে না।

এখন আমার পক্ষ নিয়ে এলাকার কোন মানুষ ন্যায্য কথা বললে সে তাদের মিথ্যা অপবাদ দেয় এবং তাদের নামে মিথ্যা অভিযোগ দায়ের করে। জমি নিয়ে তার সাথে প্রায়ই ঝগড়াঝাটি হচ্ছে। এখন ব্রজেন প্রভাশালী লোকজন দিয়ে আমাদের নানা ধরণের হুককি-ধামকি দিচ্ছে। আমি ও আমার স্ত্রী রস মন্ডল বয়োবৃদ্ধ। আমার একমাত্র মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে। ব্রজেন বিভিন্ন লোককে দিয়ে আমার বিশ্ববিদ্যালয় পড়–য়া মেয়েকে মোবাইল ফোনে বিভিন্ন হুমকি-ধামকি দিচ্ছে। আমরা সকলে ব্রজেনের ভয়ে আতংকিত হয়ে পড়েছি। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণসহ মামলাবাজ ব্রজেন মন্ডলের বিচার দাবী করছি।


ব্রজেন মন্ডল বলেন, ‘ওই জায়গা আমার উত্তরাধীকারী সূত্রে পাওয়া। আমি এক জায়গা থেকে জমি দাবী করেছি।’

Leave A Reply

Your email address will not be published.