২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান লিওনেল মেসি। এরপর থেকে গত দুই বছরে আর্জেন্টাইন সুপারস্টারের ২০২৬ ওয়ার্ল্ডকাপ খেলার বিষয় নিয়ে চর্চা তুঙ্গে। মেসি বলেছেন, শরীর সায় দিলে খেলতে পারেন বৈশ্বিক আসরে। আর সেটি হলে ক্রিস্টিয়ানো রোনালদোর একটি রেকর্ড ভাঙার সুযোগ পাবেন মেসি।
২০২৬ বিশ্বকাপে হ্যাটট্রিক করে বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় হিসেবে ওয়ার্ল্ডকাপের এক ম্যাচে তিনবার জালের দেখা পাওয়ার রোনালদোর রেকর্ডটি ছিনিয়ে নিতে পারেন মেসি।
এই রেকর্ডটির কথা বললে যেতে হবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে। সেই বিশ্বকাপে গ্রুপ ‘বি’র উদ্বোধনী ম্যাচে স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছিলেন রোনালদো। তিনি হয়েছিলেন বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করা খেলোয়াড়। তখন তার বয়স ছিল ৩৩ বছর ১৩০ দিন।
যদিও সেই ম্যাচটি ড্র হয়েছিল, তবে রোনালদোর ওই হ্যাটট্রিক বিশ্বকাপ ইতিহাসে এক বিশেষ মাইলফলক হয়ে রয়েছে। আর ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপে যদি লিওনেল মেসি অংশ নেন এবং হ্যাটট্রিক করতে সক্ষম হন, তাতে রেকর্ডের মালিকানা হারাবেন রোনালদো।
সবশেষ ২০২২ বিশ্বকাপেও রোনালদোর একটি রেকর্ড ভাঙেন মেসি। কাতার অনুষ্ঠিত হওয়া ওয়ার্ল্ডকাপে নকআউট পর্বে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডে পর্তুগিজ সুপারস্টারকে পেছনে ফেলেছিলেন আর্জেন্টাইন লেজেন্ড।