দৈনিক খুলনা
The news is by your side.

বিদেশযাত্রায় বাধা, শাহজালালে আটক আন্দালিব পার্থর স্ত্রী

53

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিনকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে তিনি থাইল্যান্ডগামী থাই এয়ারওয়েজের টিজি৩২২ ফ্লাইটে উঠতে গেলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে থামিয়ে দেন। দুপুর ১টা ৩৫ মিনিটে ফ্লাইটটির জন্য চেক-ইন সম্পন্ন করলেও শেষ মুহূর্তে ইমিগ্রেশন থেকে তাকে যাত্রায় বাধা দেওয়া হয় বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।

শেখ শাইরা শারমিন আওয়ামী লীগের নেতা শেখ হেলাল উদ্দীনের কন্যা এবং বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের বোন। শেখ হেলাল বাগেরহাট-১ আসন থেকে এবং তার ছেলে শেখ তন্ময় বাগেরহাট-২ আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।

 

Leave A Reply

Your email address will not be published.