মোংলা প্রতিনিধি :বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মোংলায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি সভাপতি, সাবেক পৌর মেয়র ও বাগেরহাটের মোংলা-রামপাল-ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ জুলফিকার আলী। এ সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে। তাতে দেশের সকল শ্রেণী পেশার লোকজন উপকৃত হবে। তিনি আরো বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিগত ১৭ বছরে দেশের সকল নিয়ম ও আইনকানুন ভেঙ্গে সবকিছু উলোটপালোট করে রেখে গেছে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্যদিয়ে আবারও দেশের নিয়ম ও আইনকানুন ফিরে আসবে। তিনি বলেন, আমি যদি মনোনয়ন পাই এবং নির্বাচিত হতে পারি তাহলে এ এলাকার মানুষের অন্যতম দুর্ভোগ সুপেয় পানি চাহিদা পূরণ ও ভেঁড়ী বাঁধ নির্মাণ করে দুঃখ দুর্দশা ঘুচাতে কাজ করবো। এছাড়া মোংলা বন্দরের সমস্যা পশুর চ্যানেলে নাব্যতা সংকট। বর্তমানে এ চ্যানেলে সাড়ে ৬ মিটার ড্রাফট থাকায় বড় জাহাজ আসতে পারেনা। এছাড়াও বর্তমানে পশুর চ্যানেলে চলমান ড্রেজিংয়ের বালু ডাম্পিংয়ে জায়গা সংকট ও জমির মালিকেরা ক্ষতিপূরণ না পাওয়ার বিষয়টিও আমি গুরুতের সাথে দেখবো। যাতে উন্নয়ন করতে গিয়ে কেউ ক্ষতিগ্রস্ত না হয়।
এ উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার ও গোলাম নুর জনি, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম, সম্পাদিকা আয়েশা বেগম, হিন্দু কমিউনিটি নেতা সুব্রত মজুমদার, বিএনপি নেতা বাবুল হোসেন রনি, বাবলু ভূইয়া, মোঃ আঃ কাদের, শাহজাহান ফকির, আঃ রাজ্জাক, শ্রমিক দল নেতা আলতাফ হোসেন, পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেব আলী মল্লিক, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ও কোষাধ্যক্ষ মোঃ শাহীন।