মোরেলগঞ্জ প্রতিনিধি:‘বিএনপি অনেক ধৈর্যের পরিচয় দিয়ে রাজপথে টিকে আছে। আরও অনেক বন্ধুর পথ পাড়ি দিতে হবে। এ অবস্থায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেরা বিচ্ছিন্ন হলে বা বিশৃংখলার সৃষ্টি করলে দেশে নতুন করে ফ্যাসিবাদের জন্ম হতে পারে। দলের মধ্যে যারা শৃংখলা ভঙ্গ করে দলের দুর্ণাম করছে সেই সব দুর্বৃত্তদের স্থান বিএনপিতে হবেনা’। কথাগুলো বলেছেন উন্মক্ত বিশ^বিদ্যালয়ের উপাচার্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. এবিএম ওবায়দুল ইসলাম। তিনি ভার্চুয়ালি এ সভায় যোগ দেন।
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক শহীদ রাষ্ট্রপতি বীরউত্তম জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সোমবার বেলা ১২টার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জে আয়োজিত এক আলোচনা সভা ও দোয় অনুষ্ঠানে ড. ওবায়দুল ইসলাম প্রধান অতিথির বক্তৃতা করেন। মিম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুল আউয়াল।
সভায় প্রধান বক্তা ছিলেন তাতীদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মো. মনিরুল হক ফরাজী, অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আল আজাদ, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন ফকির, অ্যাড. মেহেদী হাসান ইয়াদ ও মো. গিয়াস উদ্দিন তালুকদার।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন যুবদল নেতা বিএম রেজাউল করিম সোহাগ, পৌর যুবদলের সভাপতি মিজানুর রহমান পলাশ, ছাত্রদল নেতা মো. আবু সালেহ ও মেহেদী হাসান সজল। আলোচনা শেষে অসচ্ছল পরিবারের সদস্যদের মাঝে বস্দ্র ও খাবার বিতরণ করা হয়।