দৈনিক খুলনা
The news is by your side.

বাজেটে বৈষম্য বন্ধের দাবিতে মোরেলগঞ্জে ভূক্তভোগীদের মানববন্ধন

63

মোরেলগঞ্জ প্রতিনিধি:পানি ও জলবায়ু অধিকার নিশ্চিত করতে স্থানীয় সরকারসহ দেশের বাজেট পরিকল্পনায় কোন প্রকার বৈষম্য না রাখার দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে খাউলিয়া ও গাবতলা গ্রামের নদীর তীরবর্তী ভাঙ্গনকবলীত খাউলিয়া বাজার এলাকায় স্থানীয় ভূক্তভোগী শতাধিক পরিবারের সদস্যরা মানবন্ধন করেন।

মানববন্ধনে দক্ষিণ পশ্চিমাঞ্চলে পানি ও জলবায়ু খাতে পর্যাপ্ত বাজেট, টেকসই বেড়িবাধ নির্মানের জন্য পর্যাপ্ত বাজেট, লবন পনি রোধে ব্যাবস্থা, স্থানীয় চাহিদানুযায়ী স্যানিটেশন খাতে বাজেট বরাদ্দ রেখে বাজেট পরিকল্পনা ও বাস্তবায়নের দাবি জানানো হয়।

মানববন্ধনে পিয়ারা বেগম, আমেনা বেগম, আব্দুর রহিম তালুকদার, শেফালী আক্তার রাখী, মমতাজ বেগম, আব্দুল মালেক শেখ প্রমুখ বক্তৃতা করেন। বেসরকারি উন্নয়ন সংস্থা হেলভেটাস এর সহযোগীতায় ডরপ এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগীতা করে।

Leave A Reply

Your email address will not be published.