রাজনৈতিক পটপরিবর্তনের পর একে একে গ্রেপ্তার হচ্ছেন সাবেক সরকারের মন্ত্রী, এমপি, আমলা, ব্যবসায়ী ও নেতাকর্মী। এবার রাজধানীতে গ্রেপ্তার হয়েছেন বাগেরহাট-৪ আসনের সাবেক এমপি আমিরুল ইসলাম মিলন।
ডিএমপির উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেছেন, সোমবার রাতে ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানী থেকে গ্রেপ্তার করেছে।
তিনি বলেন, সাবেক এমপি ছাড়া ডিবি পুলিশ একজন সাবেক ওয়ার্ড কমিশনারসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে।
তবে মিলনের বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে তা তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একে এক গ্রেপ্তার হচ্ছেন সাবেক সরকারের মন্ত্রী, এমপি, আমলা, ব্যবসায়ী ও নেতাকর্মী। এসব গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যাসহ নানা মামলা রয়েছে।