দৈনিক খুলনা
The news is by your side.

বাগেরহাটের রামপালে ধানের শীষের বিশাল প্রচারণা সমাবেশ

21

মোংলা প্রতিনিধি :বাগেরহাটের রামপালে ধানের শীষ প্রতীকের বিশাল প্রচারণা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রামপালের বাইনতলায় ‘কুমলাই বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়’ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত এ প্রচারণা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মোংলা-রামপাল-ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

এ সময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ও বিএনপির পক্ষে ব্যাপক জনমত সৃষ্টিতে এ সমাবেশের মুল আয়োজন। আমার পক্ষ থেকে এ আসনের বিভিন্ন এলাকায় এলাকায় এ প্রচারণা অব্যাহত রয়েছে। আমি সার্বক্ষণিক এ জনপদের মানুষের সাথে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো।
এ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান পিয়াল।

Leave A Reply

Your email address will not be published.