বাংলাদেশ বন প্রহরী কল্যান সমিতি সুন্দরবন পশ্চিম বন বিভাগের আঞ্চলিক শাখা কমিটিতে মোঃ মনিরুল হককে সভাপতি এবং মোঃ মাহবুবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি শেখ রেজা লতিফ, সহ-সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাংগাঠনিক সম্পাদক মোঃ মেজবাউল ইসলাম, দপ্তর সম্পাদক রাজু আহমেদ, প্রচার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ কামাল হোসেন, কোষাধ্যক্ষ মোঃ মাহফুজুর রহমান, হিসাব নিরীক্ষক শেখ আবেদুল ইসলাম, কার্যকরি সদস্য মোস্তফা জাহিদ, তারিকুল ইসলাম, রবিউল ইসলাম, শেখ মিজানুর রহমান, মোঃ সালাম হোসেন, রাজু আহমেদ, হায়দার আলী।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের তথ্য ও শিক্ষা কেন্দ্রে বাংলাদেশ বন প্রহরী কল্যাণ সমিতি সুন্দরবন পশ্চিম বন বিভাগ আঞ্চলিক শাখার পুরাতন কমিটি বিলুপ্ত করে এডহক কমিটি গঠন করা হয়। ওই এডহক কমিটি সকল সদস্যের সাথে আলোচনা করে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে।