দৈনিক খুলনা
The news is by your side.

বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি কর্মী নেবে মালয়েশিয়া: আসিফ নজরুল

45

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে বাংলাদেশিদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

তিনি জানান, আগামী কয়েক মাসে মালয়েশিয়া এক থেকে দেড় লাখ বিদেশি শ্রমিক নিয়োগের পরিকল্পনা করছে, যার মধ্যে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি কর্মী নেওয়া হবে।

বৃহস্পতিবার মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম চি কেওয়ংয়ের সঙ্গে বৈঠক শেষে এক ভিডিও বার্তায় এসব তথ্য জানান আসিফ নজরুল।

তিনি বলেন, সব রিক্রুটিং এজেন্সিকে কর্মী পাঠানোর সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে, যা মালয়েশিয়া সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে।

আসিফ নজরুল আরও জানান, লোক নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম চি কেওয়ং।

এছাড়া মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

এই অগ্রগতি সম্ভব হয়েছে মূলত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় এবং আন্তর্জাতিক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সহায়তায়।

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আলোচনার জন্য গত ১৩ মে মঙ্গলবার আসিফ নজরুলের নেতৃত্বে বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধিদল দেশটিতে সফরে যায়।

সফরকালে প্রতিনিধি দল মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী, মানবসম্পদমন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে।

প্রথম দফায় ৭ হাজার ৯২৬ জন কর্মী পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।

বৈঠকে নিরাপত্তাকর্মী, নার্স ও কেয়ারগিভারসহ দক্ষ কর্মী নিয়োগের প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি, বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা এবং অবৈধ শ্রমিকদের বৈধতা দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.