দৈনিক খুলনা
The news is by your side.

বাংলাদেশ তার হারানো গৌরব পুনরুদ্ধারের পথে রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। প্রেস সচিব জানান, সরকারের বৈদেশিক নীতির মূল লক্ষ্য দেশের আন্তর্জাতিক ইমেজ বৃদ্ধি করা। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী মুহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছেন। তিনি ইতোমধ্যে জাতিসংঘের সাধারণ অধিবেশন, দাভোসের বিশ্ব অর্থনৈতিক ফোরাম, আজারবাইজানের কপ-২৯ জলবায়ু সম্মেলন ও মিশরের ডি-৮ সম্মেলনে যোগ দিয়েছেন। তিনি বলেন, এসব সম্মেলনে বাংলাদেশকে ইতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশকে সমর্থন দিচ্ছে এবং ভবিষ্যতেও সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কোন্নয়নের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, গণতান্ত্রিক সরকার থাকলে আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতা বাড়ে। বিগত সরকারের সে বৈশিষ্ট্য ছিল না, ফলে মালয়েশিয়া ও বাহরাইনের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছিল। সরকারের প্রচেষ্টায় বাংলাদেশ তার হারানো মর্যাদা পুনরুদ্ধার করছে বলে মন্তব্য করেন শফিকুল আলম।

75

বাংলাদেশ তার হারানো গৌরব পুনরুদ্ধারের পথে রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব জানান, সরকারের বৈদেশিক নীতির মূল লক্ষ্য দেশের আন্তর্জাতিক ইমেজ বৃদ্ধি করা। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী মুহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছেন। তিনি ইতোমধ্যে জাতিসংঘের সাধারণ অধিবেশন, দাভোসের বিশ্ব অর্থনৈতিক ফোরাম, আজারবাইজানের কপ-২৯ জলবায়ু সম্মেলন ও মিশরের ডি-৮ সম্মেলনে যোগ দিয়েছেন।

তিনি বলেন, এসব সম্মেলনে বাংলাদেশকে ইতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশকে সমর্থন দিচ্ছে এবং ভবিষ্যতেও সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কোন্নয়নের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, গণতান্ত্রিক সরকার থাকলে আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতা বাড়ে। বিগত সরকারের সে বৈশিষ্ট্য ছিল না, ফলে মালয়েশিয়া ও বাহরাইনের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছিল।

সরকারের প্রচেষ্টায় বাংলাদেশ তার হারানো মর্যাদা পুনরুদ্ধার করছে বলে মন্তব্য করেন শফিকুল আলম।

Leave A Reply

Your email address will not be published.