পাটকেলঘাটা প্রতিনিধি: তালা উপজেলার মাদ্রা শ্মশান ঘাটে রাস মেলা উপলক্ষে চার দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে দ্বিতীয় দিন শুক্রবার রাতে প্রধান অতিথির বক্তৃতায় সাতক্ষীরা _১ (তালা_কলারোয়া) আসনের জামায়াত ইসলামের দাড়ী পাল্লা মার্কা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেছেন, জামাত ইসলাম একটি ইসলামী দল। এখানে নেই কোন সংঘাত সংঘর্ষ। ইসলাম সংঘাত সংঘর্ষ বিশ্বাস করে না।
যারা সমাজের সংঘাত সংঘর্ষ বাধায় জামাত ইসলাম তাদের পছন্দ করেনা। শ্মশান কমিটির সভাপতি অজয় মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় আরো বলেন, একটি দল গত ৫ তারিখ থেকে ক্ষমতায় আসতে চাই এমন একটি দল সমগ্র এলাকায় লুটপাট রাস্তা দখল বাড়ি দখল ঘের দখল দোকান দখলে মেতে উঠেছিল।
আমার দল সেটা পছন্দ করে না। আমরা তার প্রতিবাদ করেছি।
তিনি আরো বলেন, মানুষ সমাজে বসবাস করবে এটাই স্বাভাবিক। এখানে কোন হিন্দু মুসলমান যেকোনো ধর্মে সকলেই সমান ভাবে রাষ্ট্রের স্বাধীনতা ভোগ করবে। কারোর প্রতি কোন জুলুম নয়।
অধ্যক্ষ ইজ্জত ওয়ালা প্রধান অতিথির বক্তৃতা আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে মন্তব্য করতে যেয়ে বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি জামাতে ইসলাম সরকার গঠন করতে পারে তাহলে এখানে কোন হিন্দু মুসলমান বিভাজন থাকবে না। সকলেই সমান ভাবে স্ব স্ব ধর্মে
উপাসনা করার স্বাধীনতা থাকবে।।
এ সময় তার সঙ্গে ছিলেন, মাগুরা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান অধ্যাপক আইয়ুব আলী, জামাত ইসলামের সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক গাজী সুচায়েত আলী প্রমূখ।