দৈনিক খুলনা
The news is by your side.

বাংলাদেশের যে কোনো সংকটে পাশে থাকবে জাতিসংঘ: মহাসচিব

101

মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বাংলাদেশের যে কোনো সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ। শনিবার ঢাকায় জাতিসংঘের কার্যালয় পরিদর্শনকালে সেখানে কর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার মতো সংস্কার প্রচেষ্টা নিয়ে সন্তুষ্টি প্রকাশ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব।

দীর্ঘ সাত বছর পর বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসেন আন্তোনিও গুতেরেস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

Leave A Reply

Your email address will not be published.