সুন্দরবন জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় লোকালয়ে আসা একটি অজগর সাপ উদ্ধার করে তা বনের মধ্যে অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার (৩০ মে) সকাল ৮ টার দিকে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম শাহিদের নেতৃত্বে অভিযান চালিয়ে সাপটি উদ্ধার করা হয়।
এর আগে উপজেলার মঠবাড়ি গ্রামের আতিয়ার রহমান গাজীর বাড়িতে মুরগীর খোপে অজগর সাপটি দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়। তাৎক্ষণিক বন কর্মিরা সহ ভিটিআরটি ও সিপিজি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটি উদ্ধার করে। সাপটি ৮ ফুট লম্বা ও ১০ কেজি ওজন ছিল।
আতিয়ার রহমান জানায়, আমার স্ত্রী সকালে মুরগীর খোপ থেকে মুরগী ছাড়ার সময় সপটি দেখতে পেয়ে আমাকে জানালে আমি বন বিভাগকে খবর দিয়ে সপটি উদ্ধার করি। ততক্ষনে অজগর সাপটি দুটি মুরগী খেয়ে ফেলে।
স্থানীয় ভিটিআরটি সদস্য ইয়াছিন আলী জানায়, আজ সকালে মঠবাড়ী গ্রামের আতিয়ার রহমান গাজীর বাড়িতে মুরগীর খোপে সাপটি দেখতে পায় তার স্ত্রী । পরে বন বিভাগ ও ভিটিআরটি সদস্যরা মিলে অজগর সাপটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয় ।
স্থানীয়রা বলছেন, অতি বৃষ্টি, বন্য জলচ্ছ্বাস, ও ঘূর্ণিঝড়ের সময় বনাঞ্চলে পানি বৃদ্ধি হলে সাপ গুলো নিরপদ আশ্রয়ের জন্য উঁচু ও শুস্ক স্থানে চলে আছে।
খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম বলেন, উদ্ধারকৃত অজগর সাপটি কাশিয়াবাদ স্টেশনের অধিনস্থ সত্যপিরের ভারানী এলাকায় অবমুক্ত করা হয়েছে।