দৈনিক খুলনা
The news is by your side.

বটিয়াঘাটা উপজেলায় মাছের পোনা অবমুক্তকরণ

24

বটিয়াঘাটা প্রতিনিধিঃ-মৎস্য দপ্তরের উদ্যোগে বটিয়াঘাটা উপজেলায় সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলার মোট ২৫টি সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয় ও খুলনা সিটি কর্পোরেশনের ১১টি সরকারি প্রাতিষ্ঠানিক জলাশয়ে সর্বমোট ৬৭৮কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর, খুলনা বিভাগের সম্মানিত পরিচালক জনাব মোঃ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা, খুলনা মোঃ বদরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি। এছাড়া আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সুধী সমাজ।

Leave A Reply

Your email address will not be published.