দৈনিক খুলনা
The news is by your side.

বক্তব্য দেয়ার সময় হার্ট অ্যাটাকে মারা গেলেন এবি পার্টির সাতক্ষীরার আহ্বায়ক

50

সাতক্ষীরায় এবি পার্টির মনোনয়ন প্রত্যাশীদের মতবিনিময় সভায় বক্তৃতাকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জেলা কমিটির আহবায়ক আব্দুল কাদের (৫৫) মৃত্যুর কোলে ঢলে পড়েছে।

এবি পার্টি সাতক্ষীরা জেলা কমিটির সদস্য সচিব আলমগীর হুসাইন জানান, বিকাল সাড়ে চারটায় সাতক্ষীরা শহরের লেকভিউ সংলগ্ন তুফান কনভেনশন সেন্টারে জাতীয় ও স্থানীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের মতবিনিময় সভায় প্রারম্ভিক বক্তৃতাকালে বুকে ব্যাথা অনুভব করেন। সাথে সাথে তাকে শুইয়ে পানি দিলে তিনি সেখানে নিথর হয়ে পড়েন। তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
সিবি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: আহসানুল কাদির জানান, আব্দুল কাদেরকে নিয়ে আসার পর সবরকম ভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় তিনি আগেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।
আব্দুল কাদেরের স্ত্রী সেলিনা খাতুন জানান, আব্দুল কাদের এলাকার অত্যন্ত জনপ্রিয় ও সদালাপী একজন ব্যক্তি। তিনি ১৯৮৯-৯০ সালে সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবির থেকে নির্বাচন করে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র সংসদ থেকে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন। তিনি পুরাতন সাতক্ষীরার ডাংগীপাড়ার ইসহাক আলী মাস্টারের ছেলে। তিনি একসময় সাতক্ষীরার ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বে ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.