দৈনিক খুলনা
The news is by your side.

ফ্যাসিস্টের মোটিফ বানানো মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন

121

এবারের পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় অন্যতম আকর্ষণ ছিল ফ্যাসিস্টের মোটিফ। এই মোটিফ বানানোর কার্যক্রমে অংশ নিয়েছিলেন শিল্পী মানবেন্দ্র ঘোষ। তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে উল্লেখ করে লিখেছেন, “শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে যারা হামলা করেছে তাদের প্রত্যেককে ধরার জন্য পুলিশ কাজ শুরু করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা হয়েছে। তিনি পুলিশের আইজিকে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন। গত কয়েকদিন জুলাইয়ে বিতাড়িত আওয়ামী লীগ অনলাইনে শিল্পী মানবেন্দ্র ঘোষকে আক্রমণের উসকানি দিচ্ছিলো তাদের ভাষ্যে ‘হাসিনার এফিজি বানানোর অপরাধে’! এদের প্রত্যেককে আইনের আওতায় আনা হব।”

ফারুকী লিখেছেন, ‘পাহাড় থেকে সমতল জুড়ে বাংলাদেশ মাত্রই এক অভূতপূর্ব মৈত্রীর উৎসব শেষ করলো। এক অন্য রকম আবেশ সবার মনে। আর এই সময়ই ওরা আক্রমণ করে এটা মনে করিয়ে দিলো জুলাই চলমান। কিন্তু ওরা জানেনা বাংলাদেশের মানুষ জুলাই বুকে নিয়েই সামনে আগাচ্ছে, বাংলাদেশের বাংলাদেশের জনগণের ঐক্যের সামনে এরা তুচ্ছ।’

উল্লেখ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শুরুতে নির্মাণাধীন ফ্যাসিস্টের মোটিফে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পহেলা বৈশাখের আগমুহূর্তে দ্বিতীয়বারের মতো মোটিফটি বানানো হয়।

Leave A Reply

Your email address will not be published.