দৈনিক খুলনা
The news is by your side.

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান মন্ত্রণালয়ের উপসচিবের খুলনা টিটিসি ও মহিলা টিটিসি পরিদর্শন

23

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব গাজী মোহাম্মদ শাহেদ আনোয়ার বৃহস্পতিবার সকাল ১১ টায় খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও দুপুর ১২ টায় খুলনা কারিগরি প্রতিষ্ঠান কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ জিয়াউর রহমান, খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফিরোজ হাসান সহ শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উপসচিব এ সময় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চলমান সকল ট্রেড পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সার্বিক খোঁজ খবর নেন এবং কোন সমস্যা আছে কিনা সে বিষয়ে নোট করেন। ঢাকায় ফিরে মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সংক্রান্ত দাবি পূরণ করার আশ্বাস দেন।

ফুড এন্ড বেভারেজ এর শিক্ষার্থীরা ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে নিজেদের বানানো ম্যাংগো জুস পরিবেশন করেন। উপসচিব গাজী মোহাম্মদ শাহেদ আনোয়ার বলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে দেশের জনবলকে দক্ষ হিসেবে গড়ে তোলা সরকারের একটি মহৎ উদ্দেশ্য। তিনি আরও বলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থীদের যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয় তা হয়তো অনেকেই জানে না ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে মসজিদে জুম্মার নামাজের খুতবার পর এ সম্পর্কে যদি ইমাম সাহেবরা জনসাধারণকে অবগত করেন তাহলে অধিক সংখ্যক শিক্ষার্থীরা উপকৃত হবে।

তিনি বিদেশ যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আমি আশাবাদী আপনারা বিদেশ যেয়ে দেশের গৌরব উজ্জ্বল করবেন, আপনাদের আচরণের যেন সংশ্লিষ্ট দেশ বাংলাদেশ থেকে অধিক সংখ্যক জনবল নিতে আগ্রহী হয়। তিনি আরও বলেন আপনারা ব্যাংকের মাধ্যমে দেশে নিরাপদে টাকা পাঠিয়ে অর্থ সম্পদ অর্জন করে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমি আশাবাদী।

Leave A Reply

Your email address will not be published.