দৈনিক খুলনা
The news is by your side.

“প্রতিটি ক্যাম্পাস ও পাড়া-মহল্লাকে ইসলামের ঘাঁটিতে পরিণত করতে হবে”……শিবির সভাপতি

খুলনায় মতবিনিময় সভায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম–

66

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ছাত্রশিবির শুধুমাত্র একটি ছাত্রসংগঠন নয়, ছাত্রশিবির বাংলাদেশের তৌহিদী জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। গতানুগতিক রাজনীতি নয়, আমাদের লক্ষ্য হল ইসলামের সুমহান আদর্শকে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মের মাঝে পৌঁছে দেয়া। নৈতিকতাবোধ, দেশপ্রেম ও সচ্চরিত্রের মাধ্যমে দেশে যোগ্য নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে প্রতিটি ক্যাম্পাস ও পাড়া-মহল্লাকে ইসলামের ঘাঁটিতে পরিণত করতে হবে।

১৩ অক্টোবর (সোমবার) নগরীর আল ফারুক সোসাইটি কমপ্লেক্সে থানা সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, ছাত্রশিবিরের থানা দায়িত্বশীলদেরকে জবাবদিহির চিন্তা লালন করে সাংগঠনিক সকল কাজ আঞ্জাম দিতে হবে। আপনাদের এই দায়িত্ব শুধু পদবীর নয়, এটি একটি আমানত। এই আমানত সঠিকভাবে পালন করার জন্য সকলকে হতে হবে আরও বেশি ত্যাগী, পরিশ্রমী ও সময়দানকারী। জ্ঞানের পথে এগিয়ে যেতে হবে, কুরআন-সুন্নাহর জ্ঞান অর্জনের পাশাপাশি বিশ্বব্যবস্থা ও বর্তমান রাজনীতির গতিপথ বুঝতে হবে।

দায়িত্বশীলদের উন্নত আমলের প্রতি গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, ছাত্রশিবিরের থানা দায়িত্বশীলদেরকে আমলের ক্ষেত্রে শ্রেষ্ঠ হতে হবে। মসজিদ আবাদ করার বিষয়টি লক্ষ্য রেখে জামায়াতে নামাজ আদায়ের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া চলবে না। আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির মজবুত হাতিয়ার হচ্ছে নফল ইবাদাত। ফরয-ওয়াজিব ইবাদাতের পাশাপাশি নফল ইবাদাতকে নিয়মিত রুটিনের আওতায় নিয়ে আসতে হবে।

ছাত্রশিবির খুলনা মহানগর শাখার সভাপতি আরাফাত হোসেন মিলনের সভাপতিত্বে এবং সেক্রেটারি রাকিব হাসানের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা উত্তর সভাপতি আবু ইউসুফ ফকির, মহানগর শাখার দপ্তর সম্পাদক ইসরাফিল হোসেন, বায়তুলমাল সম্পাদক আসিফ বিল্লাহ, প্রচার সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আহমেদ সালেহীন, প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ, এইচআরডি সম্পাদক কামরুল হাসান, ছাত্র অধিকার সম্পাদক ইমরানুল হক, মাদরাসা সম্পাদক হাফেজ মুজাহিদুল হক প্রমুখ।

মতবিনিময় সভায় খুলনা মহানগর শাখার অন্তর্ভুক্ত সকল ক্যাম্পাস ও আবাসিক থানার সভাপতি ও সেক্রেটারিরা অংশগ্রহণ করেন। বার্ষিক পরিকল্পনার আলোকে থানার সার্বিক কার্যক্রম তুলে ধরেন থানা দায়িত্বশীলরা। কেন্দ্রীয় সভাপতি সকল থানার কাজ আরও বেগবান করার জন্য প্রচেষ্টা করার আহ্বান জানান।

উল্লেখ্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সংক্ষিপ্ত সময়ের সফরে খুলনায় অবস্থান করেন। খুলনায় এ অনুষ্ঠানে যোগদান শেষে তিনি সাতক্ষীরার কয়েকটি অনুষ্ঠানে যেগদানের উদ্দেশ্যে খুলনা ত্যাগ করেন।

Leave A Reply

Your email address will not be published.