দৈনিক খুলনা
The news is by your side.

প্রকাশ্যে ক্ষমা চাওয়ার লিগ্যাল নোটিশ অভিনেত্রীকে

30

সম্প্রতি ছোট পর্দার অভিনেত্রী এবং সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতার একটি বক্তব্য ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে এই অভিনেত্রী বলেন, ‘আমাদের সমাজ পরিবর্তন হচ্ছে। ডিভোর্স নরমালাইজ হচ্ছে, লিভ টুগেদারও নরমালাইজ হবে, ইনশাল্লাহ।’

তার এমন কুরুচিপূর্ণ মন্তব্য ভালোভাবে নিতে পারেননি দেশের অধিকাংশ ধর্মপ্রাণ মুসলিম জনগোষ্ঠী। যার ফলশ্রুতিতে তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।নোটিশে অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, একজন মুসলমান হয়েও ইসলাম পরিপন্থী জীবনযাপন করছেন তিনি।

একই সঙ্গে ইসলাম পরিপন্থী কাজ (লিভ টুগেদার) প্রকাশ্যে স্বীকার করেছেন এবং সমাজে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন এই অভিনেত্রী। তার এমন বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে আজ (২৮ ডিসেম্বর) লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন আরিফুল খবির। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী মুহম্মদ মেছবাহ উদ্দিন চৌধুরীর মাধ্যমে নোটিশটি পাঠান।

নোটিশটিতে বলা হয়েছে, আপনি (স্বাগতা) হাসান আজাদ নামক একজন ব্যক্তির সঙ্গে লিভ টুগেদার করেছেন বলে স্বীকার করেন। যা বিগত ১ (এক) বছর যাবৎ করেছেন তাও প্রকাশ্যে স্বীকার করেন এবং পাশাপাশি লিভ টুগেদার করার জন্য উৎসাহ প্রদান করেন।

Leave A Reply

Your email address will not be published.