মোরেলগঞ্জ প্রতিনিধি:জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে র্যালি, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে র্যালি শেষে অনুষ্ঠজ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ।
সভায় অন্যানের মধ্যে বক্তৃতা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ মুস্তফিজুর রহমান, মেডিকেল অফিসার ডা. মেহজাবিন বন্যা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসান তারেক ও স্যানিটারি ইন্সপেক্টর মো. রিয়াদ হোসেন।
পরে রওশন আরা স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে পৌর শহরের ৩টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে পুষ্টি বিষয়ক চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।