দৈনিক খুলনা
The news is by your side.

পুলিশের ছয় কর্মকর্তা কর্মস্থল বদল

10

পুলিশের অতিরিক্ত আইজি ও ডিআইজি পদ মর্যাদার ছয় কর্মকর্তার কর্মস্থল বদল হয়েছে। বুধবার (৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা রেঞ্চের ডিআইজি এ কে এম আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজিপি চলতি দায়িত্ব দিয়ে পুলিশ টেলিকমে বদলি করা হয়েছে। আর শিল্পাঞ্চল পুলিশের দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহকে সিআইডিতে বদলি করা হয়েছে।

আর সিআইডির ডিআাইজি গাজী জসীম উদ্দিনকে শিল্প পুলিশের দায়িত্ব দেওয়া সঙ্গে সঙ্গে অতিরিক্ত আইজি চলিত দায়িত্বে পদোন্নতি দেওয়া হয়েছে। পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজি মো. তওফিক মাহবুব চৌধুরীকে রাজশাহীর সরদার প্রিন্সিপাল হিসেবে বদলি করা হয়েছে।

রাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দায়িত্ব পাওয়া ডিআইজি রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তবে কিছুদিন আগে রেজাউল করিম মল্লিককে গোয়েন্দা পুলিশ থেকে প্রত্যাহার করে ডিএমপির সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছিল।

পুলিশ সদরদপ্তরের ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলমকে ঢাকার এসপিবিএনে বদলি করা হয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.