দৈনিক খুলনা
The news is by your side.

পুলিশের অপব্যবহার বন্ধের আহ্বান বিশিষ্টজনদের

17

পুলিশের অপব্যবহার রাষ্ট্রীয়ভাবে বন্ধ করতে হবে, করতে হবে রাজনৈতিক প্রভাবমুক্ত। তবেই পুলিশ জনতার পুলিশ হয়ে উঠবে বলে মনে করেন বিশিষ্টজনরা।‌

তারা বলছেন, রাষ্ট্রীয়ভাবে অপব্যবহার বন্ধ এবং রাজনীতির প্রভাবের বাইরে রেখে জনগণের পুলিশ গড়তে হবে।

বৃহস্পতিবার (১ মে) রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে ‘নাগরিক ভাবনায় পুলিশ’ সেশনে এসব মত দেন তারা।

বক্তারা বলেন, পুলিশকে বানানোই হয়েছিল রাষ্ট্রীয় বাহিনী হিসেবে। যে কারণে পুলিশ কখনো জনতার পুলিশ হতে পারেনি। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে পুলিশের অপব্যবহার হয়েছে। ব্যবহার হয়েছে রাজনৈতিক প্রয়োজনে বিরোধী মত দমনে। এসব কারণে জনগণ পুলিশের বিপক্ষে দাঁড়িয়েছে।

বিশিষ্টজনেরা বলেন, পুলিশকে জনতার পুলিশে পরিণত করতে হলে রাজনৈতিক প্রভাবমুক্ত করার বিকল্প নেই।

মতবিনিময় সভায় শিক্ষাবিদ ড. সলিমুল্লাহ খান, নিউ এইজ সম্পাদক নূরুল কবীর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. সাজ্জাদ সিদ্দিকী কথা বলেন।

অনুষ্ঠানে সাবেক পুলিশ প্রধানরা বলেন, পুলিশকে স্বাধীনতা দেওয়া হলেও ব্যক্তি স্বার্থে দালালি করেছে।‌ রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে জনতার পুলিশ হওয়ার লড়াই পুলিশকেই চালিয়ে যেতে হবে।

শক্তি নয় নৈতিকতা বড় অস্ত্র, এই প্রতিশ্রুতিতে এগিয়ে যাওয়ার পথে সবার সহযোগিতা কামনা করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

Leave A Reply

Your email address will not be published.