দৈনিক খুলনা
The news is by your side.

পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তসহ ৩ দফা দাবিতে খুলনায় মানববন্ধন

21

পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও চাকরীচ্যুত সকল বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে খুলনায় মানববন্ধন করেছে বিডিআর কল্যাণ পরিষদ।

রবিবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সাম‌নে বিডিআর কল্যাণ পরিষদ মানববন্ধন করে ।
মানববন্ধনে বক্তারা তিন দফা দাবি তুলে ধরেন। পিলখানার নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার ৫৭ জন সেনা অফিসার সহ ৭০ জন হত্যাকাণ্ডের পিছনে দায়ী ব্যক্তিবর্গ এবং নেপথ্যের নায়কদের চিহ্নিত করে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং যে সকল বিডিআর সদস্যর সাজার মেয়াদ শেষ ও খালাসপ্রাপ্ত তাদের মুক্তি।

প্রহসনের ১৮ টি স্পেশাল কোর্টের মাধ্যমে গণহারে গ্রেফতার করে যাদেরকে অন্যায় ভাবে চাকুরীচ্যুত করা হয়েছে, তাদের সকলকে সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা রেশন, বেতন, ভাতা, পদোন্নতিসহ পুনরায় চাকরিতে পুনবহুল অথবা যোগদান করাতে হবে। তদন্ত কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ এবং নির্ভয়ে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লিখিত ২ এর (ঙ) ধারা অবশ্যই বাদ দিতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, তৎকালীন ফ্যাসিষ্ট সরকার প্রভু দেশকে সন্তুষ্ট করতে এবং সেনাবাহিনীর সম্মান ক্ষুণ্ণ করতে ও বাংলাদেশ রাইফেলসকে ধ্বংস করার জন্য নীল-নকশা তৈরি করে। এরই অংশ হিসেবে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে পিলখানা হত্যাকাণ্ড সংগঠিত করে। ওই হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন শাহাদাৎবরণ করে। ঘটনা পরবর্তী ফ্যাসিষ্ট সরকার প্রহসনের বিচারের নামে আলামত ধ্বংস ও নিরীহ ৫৪ জন বিডিআর সদস্যকে নিরাপত্তা হেফাজতে হত্যা করে। সীমান্ত থেকে ধরে নিয়ে এনে তাদের নামে মামলা দেয়, এমন কি ছুটিতে থাকা সদস্যদেরও এনে মামলা দেয় বিগত সরকার।

বক্তারা আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনাকে তথাকথিত বিদ্রোহ সংজ্ঞায়িত করে ১৮ হাজার ৫২০ জন বিডিআরকে চাকরিচ্যুতসহ বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করে। আজ হাজার হাজার বিডিআর সদস্য ও তাদের পরিবার মানবেতর জীবন-যাপন করছে।

বিডিআর কল্যাণ পরিষদের খুলনা জেলা সমন্বয়ক সুবেদার গফফারের সভাপতিত্বে খুলনা জেলার চাকরীচ্যুত সুবেদার খোরশেদ, হাবিলদার মোশাররফ, হাবিলদার বদিউজ্জামান, হাবিলদার সুজা, নায়েক জাকির, ল্যা: নায়েক মাইন চৌধুরী, জসীম বিডিআর সদস্য ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.