জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি সতর্ক করে দিয়ে বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে তিনি এ মন্তব্য করেন।
পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের অভিযোগ, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। তবে ইরান সব সময়ই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। কিন্তু আইএইএ এবার স্পষ্ট করে বলেছে, ইরান বিপজ্জনকভাবে পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে।
ফরাসি সংবাদমাধ্যম লে মন্ডেকে দেওয়া সাক্ষাৎকারে গ্রোসি বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি ধাঁধার মতো। তাদের কাছে প্রয়োজনীয় উপাদান ও প্রযুক্তি আছে। এখন শুধু সেগুলো একত্রিত করার অপেক্ষা। তিনি বলেন, “ইরানের এখনও অনেক পথ পাড়ি দিতে হবে, কিন্তু সময় খুব বেশি দূরে নয়।”
গ্রোসি আরও উল্লেখ করেন, ইরানকে শুধু বললেই হবে না যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা জরুরি।
এদিকে, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে চুক্তির পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সম্ভাব্য হামলা ঠেকিয়ে আলোচনার পথ বেছে নিয়েছেন। পাশাপাশি, ইরানের তেল রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে চীনের একটি তেল শোধনাগারও রয়েছে।