পাটকেলঘাটা প্রতিনিধি :গতকাল সকাল ৯ টায় তাকওয়া মাদরাসা পাটকেলঘাটা সাতক্ষীরা র নূরানী বিভাগের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাদরাসার সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রথমেই পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শিক্ষার্থীদের মধ্যে যারা মেধা তালিকায় স্থান অর্জন করেছে তাদের নাম একে একে ঘোষণা করা হয়। মেধাবী শিক্ষার্থীদের হাতে বিশেষ উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাদরাসার পরিচালক, মুফতি মুখলিছুর রহমান দোয়া মোনাজাতের মাধ্যমে দেশ,জাতি ও অভিভাবকদের কল্যাণ এবং শিক্ষার্থীদের সাফল্য ও মাদরাসার উন্নতি কামনা করেন।
সার্বিকভাবে তাকওয়া মাদরাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং তাদেরকে আরও আন্তরিকভাবে পড়াশোনায় মনোনিবেশ করতে অনুপ্রাণিত করেছে।