পাটকেলঘাটাস সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসায় ৬৮তম ওয়াজ মাহফিলে প্রধান অতিথি পাকিস্তানের আল্লামা __গুমমান
পাটকেলঘাটা জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসায় ৬৮তম বার্ষিক ওয়াজ মাহফিলে গতকাল রাতে পাকিস্তানের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা ইলিয়াস গুম্মান দা :বা;বলেছেন,ইসলাম বিশ্বে একমাত্র ধর্মগ্রন্থ। মহাগ্রন্থ আল কুরআন আল্লাহর প্রেরিত দোস্ত বা রাসুল হযরত মুহাম্মদ সাল্লাম এর উপর ৫৭০ খ্রিস্টাব্দে নাযিল হয়েছিল।
তিনি প্রধান অতিথির বক্তৃতা আরো বলেছেন দুনিয়ায় হযরত মুহাম্মদ সাঃ কে সৃষ্টি না করলে অনেক কিছু সৃষ্টি হয়ে যেত। এবং তিনি সকল মুসলমান জাতিকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য আহ্বান জানিয়েছেন।
তিনি আরো বলেছেন ইসলাম শিক্ষা প্রতেক নর-নারীর জন্য ফরজ করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামীন। পাটকেলঘাটা জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার মহা তামিম মাওলানা মুফতি মনিরুল হক দা ‘: বা :এর সভাপতিতেব বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাকিস্তান প্রাদেশিক পরিষদের পার্লামেন্টারি এল সদস্য( পাঞ্জাব) মাওলানা তারিক, মুফতি হামিদুর রহমান সাইফী ওয়াজ মাহফিলে আরো বক্তব্য রাখেন মূর্তি খুবাইব বিন তোয়েব, মাওলানা ইয়াহিয়া প্রমূখ। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরায় একতালা কলারো আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
অনুষ্ঠানের ২৪ জন মুফতি ও হাফেজ কে পাগড়ি প্রদান করেন প্রধান অতিথি।