পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটার নগরঘাটা ইউনিয়নের ত্রিশ মাইল বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে এ পথসভায় স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
সভায় সভাপতিত্ব করেন নগরঘাটা ইউনিয়ন জামায়াতের আমীর মেহেদী হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও তালা-কলারোয়া (সাতক্ষীরা-১) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।
সভা পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন তালা উপজেলার সেক্রেটারি আব্দুল হালিম।
এছাড়া বক্তব্য রাখেন নগরঘাটা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য শ্রী লক্ষীকান্ত মন্ডল, ৩০ মাইল বাজার সভাপতি দেবানন্দ, ধানদিয়া ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমীর রফিকুল ইসলাম, নগরঘাটা ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি জাহিদুল ইসলাম, মাওলানা রুহুল আমীন, নগরঘাটা ৭ নং ওয়ার্ড সভাপতি সেলিম রেজা, অধ্যাপক সিরাজুল ইসলাম ও সাবেক শিবির নেতা ইয়াসির আরাফাত প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “জনগণ আমাদেরকে নির্বাচিত করলে আমরা শাসক হতে চাই না, বরং জনগণের সেবক হতে চাই। জনসেবার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই।”
তিনি আরও বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, শান্তি চায়, ন্যায়ের সমাজব্যবস্থা চায়। জামায়াত সেই সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করছে এবং জনগণের সাথে থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবে ।
পথসভায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াত প্রার্থীর পক্ষে জনমত সৃষ্টির আহ্বান জানান এবং জনগণকে ন্যায় ও আদর্শের রাজনীতির সঙ্গে থাকার আহ্বান জানান।