পাটকেলঘাটা প্রতিনিধি : সোমবার বিকাল চারটায় পাটকেলঘাটার সরুলিয়া ইউনিয়নের কাশিপুর ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
কাশিপুর হাই স্কুল মাঠে সরুলিয়া ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক মিলির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সরুলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি রাশেদুল হক রাজু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ, নগর ঘাটা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাবেক চেয়ারম্যান মহাব্বত আলী সরদার, সরুলিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রকিব, সাতক্ষীরা জেলা কৃষকদলের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আলী হোসেন, তালা উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা মন্টু, কর্মী সমাবেশে বক্তব্য রাখেন শরীরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডাক্তার মোঃ বিশ্বাস রফিকুল ইসলাম তালা উপজেলা মহিলা দলের সভাপতি মিমি, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মুজিবর রহমান,
সরুলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি হায়দার আলী, মহিলা দলের সিনিয়র নেত্রী মাস্টার নাজনীন আক্তার কেয়া প্রমুখ। ময়লা তেলের কর্মী সমাবেশে প্রধান অতিথি রাশেদুল হক রাজু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ের আদর্শের বাংলাদেশ গড়তে ধানের শীষ প্রতিটি ভোট দেওয়া আহ্বান জানান। তিনি আরো বলেন কোন মিথ্যা প্রতারণার কান্না দিয়ে দেশনেত্রী খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে দলীয় প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার উদাত্ত আহবান জানান।