দৈনিক খুলনা
The news is by your side.

পাটকেলঘাটায় বিএনপির মহিলা দলের সমাবেশ

পাটকেলঘাটার সরুলিয়া ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বিএনপির মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত।

12

পাটকেলঘাটা প্রতিনিধি: বিকাল তিনটায় পাটকেলঘাটার সরুলিয়া ইউনিয়ন বিএনপির মহিলা দলের সভাপতি মিলির সভাপতিত্বে বড় বিলা স্কুল মাঠে মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপি যুগ্ন সাধারন সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ, সরুলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি সাবেক ছাত্রনেতা রাশেদুল হক রাজু, সহ-সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান, সাতক্ষীরা জেলা কৃষকদলের যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল আলী হোসেন, সমাবেশে বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির মহিলা দলের সভাপতি মিমি আক্তার , নগর ঘাটা ইউনিয়ন বিএনপি’র নেতা সাবেক চেয়ারম্যান মহাব্বত আলী, সরুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ডাক্তার রফিকুল ইসলাম ,সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ,কৃষকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিএনপি তালা উপজেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম প্রধান অতিথির বক্তৃতায় বলেছেন , একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামের নাম ভাঙ্গিয়ে গ্রামের সাধারণ মানুষদের বিভ্রান্ত করার চেষ্টা করছে ।তিনি আরো বলেছেন, আমরা ইসলামকে শ্রদ্ধা এবং সম্মান করি, কিন্তু ইসলামের নাম ভাঙিয়ে রাজনীতি করা কতটুকু যুক্তিসঙ্গত তিনি জনগণের উপরে ছেড়ে দিয়েছেন।

তিনি প্রধান অতিথি বক্তৃতা আরো বলেছেন ইসলামের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করা ঠিক নয়, রাজনীতির সমালোচনা করে তিনি আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি বিএনপি সরকার গঠন করতে পারে তাহলে প্রতিটা পরিবারে একটি কার্ড সিস্টেম চালু করা হবে। ইতিমধ্যেই আমাদের কেন্দ্রীয় ঘোষিত একথা জানানো হয়েছে। তিনি আরো বলেছেন,সেখানে থাকবে সরকারি প্রতিটা পরিবারের জন্য সরকারি সহযোগিতা, সমগ্র মহিলা দলের কর্মী সমাবেশ পরিচালনা করেন শরীরে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব।,

Leave A Reply

Your email address will not be published.