গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই পুরনো দিনের হারানো স্মৃতি ধরে রাখার জন্য প্রতি বছরের ন্যায় এ বছরও পাটকেলঘাটার দলুয়া ঠান্ডা নদীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার বিকাল তিনটায় পাটকেলঘাটার দলুয়া ঠান্ডা নদীতে দলুয়া মৎস্য কাটা আয়োজিত বাৎসরিক নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই নৌকা ভাইস প্রতিযোগিতায় আটটি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে আশা শুনে উপজেলার বামনডাঙ্গা জয় মা কালী দল প্রথম স্থান অধিকার করেছেন। দ্বিতীয় স্থান অধিকার করেছেন তালা উপজেলার খেরসা ইউনিয়নের কুলপাতা জয় মা কালী দল দ্বিতীয় স্থান অধিকার করেছেন। বিজয়ের মাঝে পুরস্কার বিতরণ করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খলিশখালী ইউনিয়ন বিএনপির সভাপতি নুর আহমেদ। সমগ্র অনুষ্ঠান ধারা ভাস্যকার হিসেবে পরিচালনা করেন দলুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মাস্টার সিরাজুল ইসলাম। প্রধান অতিথি বিজয় এদের মাঝে নগদ অর্থ প্রদান করেছেন।