দৈনিক খুলনা
The news is by your side.

পাটকেলঘাটায় কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা

16

পাটকেলঘাটা প্রতিনিধি :কিশোরকণ্ঠ পাঠক ফোরাম পাটকেলঘাটা থানার উদ্যোগে সাতক্ষীরা জেলার জনপ্রিয় ও সর্ববৃহৎ মেধা বৃত্তি ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সকাল দশ টায় কিশোরকণ্ঠ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ‌।এদিকে জেলায় আটটি কেন্দ্রে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় জেলার প্রায় ৪৩০ টি স্কুল ও মাদ্রাসার ৪র্থ শ্রেণী থেকে ১০ম শ্রেণীর প্রায় ৩ হাজার ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।কিশোরকন্ঠ মেধা বৃত্তি পরীক্ষায় পাটকেলঘাটা হাই স্কুলে মোট ১৯০ জন পরীক্ষার্থী মেধা যাচাইতে অংশগ্রহণ করে।

সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে আসতে থাকে শিক্ষার্থীরা। আগত শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ এ বছরের বৃত্তি পরীক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কিশোরকণ্ঠ পাঠক ফোরামের প্রসংশা করেন।

পরীক্ষায় আগত শিক্ষক মন্ডল প্রশ্ন করেন ও অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এধরণের আরো আয়োজন বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা পড়ালেখায় আরো মনোযোগী হবে।

এছাড়াও পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কিশোরকণ্ঠ পাঠক এর সাতক্ষীরা জেলা শাখা অফিস সম্পাদক নাহিদ হাসান ও পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক আব্দুল মান্নান।

মেধাবৃত্তি পরীক্ষায় আরো উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, সাতক্ষীরা জেলা শাখার অফিস সম্পাদক নাহিদ হাসান, সাতক্ষীরা জেলা শাখার প্রচার সম্পাদক নাজমুল হাসান, পরিচালক ওমর ফারুক ও থানা স্বনামধন্য প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.