দৈনিক খুলনা
The news is by your side.

পাচারকৃত অর্থ ফেরাতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে বাংলাদেশ: গভর্নর

46

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীরভাবে কাজ করছে বাংলাদেশ। এরই মধ্যে যুক্তরাজ্যে কয়েকজন ব্যক্তির সম্পদ জব্দ হয়েছে। রোববার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গভর্নর আহসান এইচ মনসুর।তিনি বলেন, যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জান চৌধুরী জাভেদ ও সালমান এফ রহমানের স্বজনদের সম্পদ জব্দ হয়েছে। আরও কিছু সম্পদ শিগগির সংযুক্ত করা হবে। এসব পদক্ষেপ নেওয়া হয়েছে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিসটেন্স (এমএলএ) চুক্তির আওতায়।

সম্পদ জব্দের পেছনে বাংলাদেশের সরবরাহ করা তথ্য ও প্রমাণ ভূমিকা রেখেছে বলে জানান গভর্নর। তিনি বলেন, এখন সম্পদ ফ্রিজ হওয়ায় পাচারকারীরা তা বিক্রি বা স্থানান্তর করতে পারবে না। এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন।আহসান এইচ মনসুর বলেন, অর্থ ফেরতের দুটি পথ রয়েছে—প্রমাণের ভিত্তিতে এবং সমঝোতার মাধ্যমে। কোন পথ গ্রহণ করা হবে, তা নির্ভর করবে মামলার ধরন ও আইনি পরামর্শের ওপর।

তিনি আরও জানান, বিদেশি সম্পদের জন্য বিদেশে মামলা করতে হবে। এর জন্য সরকার চাইলে এখনই আইনজীবী নিয়োগ দিতে পারে।যুক্তরাজ্য ছাড়াও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগিয়েছে। তবে সরকারের পরিবর্তনের কারণে নতুন করে আলোচনা শুরু করতে হচ্ছে। অন্য দেশগুলোর সঙ্গেও এমএলএ নিয়ে আলোচনা চলছে।

পাচার হওয়া অর্থ ফেরতের জন্য একটি তহবিল গঠনের পরিকল্পনার কথাও জানান গভর্নর। তিনি বলেন, অর্থ উদ্ধারে সহায়তাকারী সংস্থাগুলোকে ১৫–২০ শতাংশ কমিশন দিয়ে বাকি অর্থ দেশে ফেরত আনা সম্ভব।

Leave A Reply

Your email address will not be published.