কাশ্মীরের পাহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ভারত। এরইমধ্যে দেশটি পাঁচটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘোষণা করেছে, যার মধ্যে রয়েছে সার্ক ভিসা সুবিধা বাতিল, সীমান্ত বন্ধ এবং পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার।
বিবিসি জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু নদীর পানিবণ্টন চুক্তি বাতিল করেছে ভারত। ১৯৬০ সালে স্বাক্ষরিত এই ঐতিহাসিক চুক্তির মাধ্যমে দুই দেশ অভিন্ন নদীর পানি ভাগাভাগি করত।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ইসলামাবাদে ভারতীয় দূতাবাস থেকে প্রতিরক্ষা, নৌ ও বিমান উপদেষ্টাদের ফিরিয়ে নেওয়া হচ্ছে। একইভাবে দিল্লিতে পাকিস্তানি দূতাবাসের উপদেষ্টাদের ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে দেশ ছাড়তে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। ভারতীয় দূতাবাসের সদস্যসংখ্যাও ৫৫ থেকে কমিয়ে ৩০ করা হচ্ছে, যা কার্যকর হবে ১ মে থেকে।
আট্টারি-ওয়াঘা সীমান্ত তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়েছে। যেসব পাকিস্তানি নাগরিক বৈধ কাগজপত্র নিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছেন, তাঁদের ১ মে’র মধ্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
‘সার্ক ভিসা অব্যাহতি প্রকল্প’ (এসভিইএস)-এর আওতায় পাকিস্তানি নাগরিকদের ভারতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। অতীতে দেওয়া সব অনুমতিও বাতিল করা হয়েছে। বর্তমানে এই ভিসায় ভারতে অবস্থানরত পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই কড়া পদক্ষেপের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
উল্লেখ্য, পাহেলগামের সন্ত্রাসী হামলায় এখন পর্যন্ত অন্তত ২৬ জন নিহত হয়েছেন, যাঁদের মধ্যে একজন বিদেশি নাগরিকও রয়েছেন। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার পেছনে পাকিস্তানের কিছু গোষ্ঠীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।