দৈনিক খুলনা
The news is by your side.

পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

119

বরাবরের মতো ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে ছিল। টিকিট ছাড়ার কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল তা। তবে দুবাইয়ের গ্যালারিভর্তি দর্শকদের প্রত্যাশা পূরণ হয়নি মোটেও। একপেশে ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারালো ভারত। সবার আগে নিশ্চিত করলো চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের টিকিট।

আজ দুবাইয়ে আগে ব্যাটিংয়ে নেমে ৪৯.৪ ওভারে ২৪১ রান তুলতেই অলআউট হয় পাকিস্তান। জবাবে কোহলির অনবদ্য সেঞ্চুরিতে ৪৫ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় ভারত।

টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ থেকে সেমিতে উঠেছে ভারত। গ্রুপপর্বে রোহিত শর্মাদের বাকি এক ম্যাচ। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে হারলেও কোনো ক্ষতি হচ্ছে না ভারতের।

ভারতের কাছে হারলেও কাগজে-কলমে এখনো টিকে রয়েছে পাকিস্তানের সেমিফাইনালের সম্ভাবনা। জটিল সমীকরণ মেলাতে বাংলাদেশের ওপর নির্ভর করতে হচ্ছে মোহাম্মদ রিজওয়ানদের। আগামীকাল রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। এ ম্যাচে টাইগাররা জিতলে টিকে থাকবে পাকিস্তানের সম্ভাবনা। তখন বাংলাদেশ-নিউজিল্যান্ড দুই দলের পয়েন্ট থাকবে সমান ২। নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে হারাতে পারলে পাকিস্তানও পাবে ২ পয়েন্ট। তখন রানরেটের হিসাবে সেমিফাইনালে যেতে পারে পাকিস্তান।

তবে কাল বাংলাদেশ নিউজিল্যান্ডের কাছে হারলেই বিদায় নিশ্চিত হবে পাকিস্তানের। বিদায় নেবে প্রতিপক্ষ বাংলাদেশও।

পাকিস্তানের দেওয়া ২৪২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামা ভারত দলীয় ৩১ রানে প্রথম উইকেট হারায়। ১৫ বলে ৩ চার ও ১ ছক্কায় ২০ রান তুলে শাহিন শাহ আফ্রিদির ইয়র্কারে স্টাম্প হারান রোহিত শর্মা। শুরুর ধাক্কা সামলে ৬৯ রানের জুটি গড়েন শুবমান গিল ও রোহিত শর্মা। আবরার আহমেদের করা ১৮তম ওভারের তৃতীয় বলে গিল বোল্ড হলে ভাঙে এই জুটি। ৫২ বলে ৭ বাউন্ডারিতে ৪৬ রানের ইনিংসটি সাজান শুবমান।

এরপর শ্রেয়াস আইয়ারের সঙ্গে ১১৪ রানের জুটি গড়েন বিরাট কোহলি। আইয়ার ৫৬ রানে ফিরলে ভাঙে এই জুটি। ভারতের জয়ের নায়ক কোহলি ১১১ বলে ৭ বাউন্ডারিতে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলে জয় নিয়েই মাঠ ছাড়েন।

ভারতের ইনিংসে ৮ ওভারে ৭৪ রানের খরচায় ২ উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। একটি করে উইকেট পান আবরার আহমেদ ও খুশদিল শাহ।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে দেখেশুনে শুরু করা পাকিস্তান ওপেনিং জুটিতে ৪১ রান তোলে। ২৬ বলে ৫ বাউন্ডারিতে ২৩ রানে বাবর আজম ফিরলে ভাঙে এই পার্টনারশিপ। দলীয় সংগ্রহে মাত্র ৬ রান যোগ করতে ফেরেন আরেক ওপেনার ইমাম-উল-হকও (১০)।

শুরুর ধাক্কা সামলে ১০৪ রানের জুটিতে প্রতিরোধ গড়ে তোলেন মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল। ৭৭ বলে ৩ বাউন্ডারিতে ৪৬ রানে রিজওয়ান আউট হলে ভাঙে এই জুটি। সৌদ শাকিলের সংগ্রহ ৬২ রান। এই দুই ব্যাটার আউট হওয়ার পর একাই লড়েছেন খুশদিল শাহ। ৩৯ বলে ২ ছক্কায় ৩৮ রান সংগ্রহ করেন রংপুর রাইডার্সের জার্সিতে বিপিএল মাতানো এই ব্যাটার।

এছাড়া সালমান আগা ১৯ ও নাসিম শাহ ১৪ রান করেন। বাকি ব্যাটারদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোঠা।

পাকিস্তানের ইনিংসে ৯ ওভারে ৪০ রানের খরচায় ৩ উইকেট নেন ভারতীয় স্পিনার কুলদীপ যাদব। দুটি উইকেট পান হার্দিক পান্ডিয়া। একটি করে উইকেট নেন হার্শিত রানা, অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা।

Leave A Reply

Your email address will not be published.