দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছার চাঁদখালীতে কয়লার চুল্লি জবরদখলের অভিযোগ

8

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি:পাইকগাছার চাঁদখালীর চককাওয়ালিতে প্রতিপক্ষদের বিরুদ্ধে কয়লার চুল্লি জবরদখলের অভিযোগ উঠেছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

এ ঘটনায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। প্রাপ্ত অভিযোগে জানা গেছে উপজেলার চাঁদখালীর চককাওয়ালীর মৃত মুনতাজ সরদারের ছেলে শাহাদাত হোসেন সরদার সাথে কালিদাসপুর গ্রামের মৃত রাজ্জাক বাজনদারের ছেলে হাসান ও দেলোয়ার বাজনদারের মধ্যে জায়গা জমি দীর্ঘদিন বিরোধ চলে আসছে।

এ নিয়ে একাধিকবার দুপক্ষের মধ্যে শালিসি বৈঠক হলেও বিরোধ রয়ে যায়। কয়লা চুল্লি ব্যবসায়ী শাহাদাত হোসেন বলেন চাঁদখালী পিচের রাস্তার পাশে চককাওয়ালি মৌজায় প্রতিপক্ষ হাসান দেলোয়ারের পিতার নিকট থেকে ৩ শতক জমি ক্রয় করে এবং কিছু চরভরাটি জমি ভরাট প্রায় ১৮ বছর যাবৎ নালিশি জমিতে শান্তিপূর্ণ ভাবে কয়লার চুল্লি ব্যবসা করে আসছি।

 

বর্তমানে সেখানে ৪ টি চুল্লি রয়েছে। প্রতিপক্ষ হাসান দেলোয়ার লোকজন নিয়ে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঘেরাবেড়া দিয়ে জোরপূর্বক জবরদখল করে নেয় বলে তিনি অভিযোগ করেন। প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা রেহেনা বেগম বলেন আমি তখন সেখানে অবস্থান করি হঠাৎ হাসান দেলোয়ার এলাকার বাছা সরদার, বাচ্চু সরদার, হাফিজুর রহমান, আজিবর রহমান, মহব্বত বাজনদার ও মিঠুন সহ কম পক্ষে ১৫ জন লোক নিয়ে চুল্লিতে এসে ঘেরাবেড়া দেয়। এসময় নিষেধ করলে তারা কোন কর্ণপাত না করায় থানা পুলিশ কে খবর দেওয়া হয়। পরে দুপুরের দিকে থানা পুলিশ ঘটনাস্থলে আসলে পুলিশের উপস্থিতিতে ঘেরাবেড়া সরিয়ে দেওয়া হয়। এ প্রসঙ্গে নালিশি জমি নিজেদের বলে দাবি করেন প্রতিপক্ষ হাসান দেলোয়ার। এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষ কে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় বসাবসি করে বিষয়টি মিমাংসা করার কথা বলা হয়েছে বলে জানিয়েছেন থানা পুলিশের এসআই শামীম হোসেন।

 

 

Leave A Reply

Your email address will not be published.