দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ককটেল উদ্ধার, গ্রেফতার -৩

42

পাইকগাছায় যৌথবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, ককটেল এবং ককটেল তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে। এ ঘটনায় ৩ ব্যক্তি কে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার গদাইপুর ইউনিয়নের মটবাটি এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার এবং অস্ত্র উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলেন মটবাটি গ্রামের মৃত অমূল্য বিশ্বাসের ছেলে রসময় বিশ্বাস(৫০) রসময় বিশ্বাসের ছেলে প্রীতম বিশ্বাস(২২) ও নির্মল বিশ্বাসের ছেলে দেব্রত বিশ্বস(২০)।

মামলার বাদী উপ-পুলিশ পরিদর্শক আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মটবাটি এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ ভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হয় । এ সময় মটবাটি গ্রামের নির্মল বিশ্বাসের কাঠের ঘরে রক্ষিত অবস্থায় দেশী তৈরী একটি পাইপগান, ৫ টি ককটেল, ককটেল তৈরী সরঞ্জাম ও ইয়াবা খাওয়া সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পাইকগাছা থানার ওসি তদন্ত ঈদ্রিসুর রহমান জানান এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে এবং গ্রেফতার ৩ ব্যক্তিকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.